📆 ২৩শে ডিসেম্বর, ২০২৪
🕒 সকাল ১১:০৫

সাতক্ষীরার তালায় যুবকের লাশ উদ্ধার করলো সেনাবাহিনী

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার তালায় মোঃ হাসানুর রহমান (৩২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে সেনাবাহিনী।
 মঙ্গলবার (২০ আগস্ট) ভোরে তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের ত্রিশমাইল এলাকা থেকে ওই উদ্ধার করা হয়। হাসানুর রহমান চকেরকান্দা গ্রামের ওজিয়ার রহমানের পুত্র এবং স্থানীয় পোড়া বাজারে তার একটি ফার্মেসীর দোকান আছে। এদিকে তালা সেনাক্যাম্পের পক্ষ থেকে লাশটি উদ্ধারের ব্যাপারে নিশ্চিত করা হয়েছে।
তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব সরদার জানান, মঙ্গলবার সকালে উপজেলার ত্রিশমাইল এলাকা থেকে সেনাবাহিনী এক ব্যক্তির লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান তিনি।
সেনাবাহিনীর তালা শহীদ মুক্তিযোদ্ধা কলেজ ক্যাম্প কমান্ডার মেজর কামরুল হাসান জানান, টহলরত আবস্থায় নগরঘাটা ইউনিয়নের ত্রিশমাইল এলাকা থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

Share with friends.

Facebook
Twitter
LinkedIn

Trailers

Recent Videos

Subscription Successful.

Thank You for your subscription.